তুমি তোমার লুল্যোপ দৃষ্টি অবনত করে হাঁটো, মন করে দাও আনমনা,
এই যে জীবন, হেসে খেলে বেড়াও স্বাধীনতা, উপছে পড়া সুখ বুকে-এমন পায় কয়জনা?
দিয়ো না কু দুষ্টি- শিশু-ষোড়সী কিংবা তরুণীর দিকে,
করো না ওর রঙ, স্বপ্নগুলো ফিকে।
ঝাপিয়ে পড়ো না তার উপর, রিনিঝিনি বাজুক সুখ নুপূর
তাকে উদাস থাকতে দাও একটি দুপুর।
চলুক তার মত সে, স্বাধীনতা তারও আছে
তারও স্বপ্ন নিয়ে স্বাধীনতায় উড়তে মন যাচে।
তুমি পুরুষ বলে হয়ো না হায়েনার মত সাহসী, শুকোরের মত বেখেয়ালী
কুকুরের মত নোংরা মন, নোংরামো ভেবো না হেয়ালী।
খানিকক্ষণের ফূর্তির বুকে মাথা রেখে, হত্যা করো না তোমার সত্য সত্তা
চরিত্রের বুকে কালিমা লেপে দিয়ে, হয়ো না দুশ্চরিত্র, করো না চুরি অন্যের নিরাপত্তা।
সম্মানে দিয়ো না হাত, করো না জবরদস্তি তার সাথ
তুমিও মানুষ, সৃষ্টির সেরা, ভুলো না তুমি মানুষের জাত।
মোহ আগলে রেখো না মনে, ছুঁড়ে ফেলো মনের বিভৎসতা, বিকৃত রুচি
মনটাকে রাখো সত্যের পথে, থাকুক মন তোমার শুচি।
একটি মেয়ের জীবনে ঝড় এনে, করে দিয়ো না লন্ডভন্ড
সেজো না তুমি ভাল মানুষের মুখোশে আস্ত এক ভণ্ড।
হয়ো না খুনী, বেড়িয়ো না পালিয়ে, হও সত্যের মুখোমুখি
কুকর্ম করে কে বা কখন হতে পেরেছে বলো সুখি?
সত্য বেরিয়ে যায়, সে থাকে না চাপা, একদিন বিচার হবেই হবে
মিথ্যের আড়ালে কয়দিনই বা তুমি লুকিয়ে রবে?
মানুষ হও আগে, মানুষ হতে শিখো, মরে যাবে, যম এসে নাড়বে কড়া,
চোখ ফেরাতেই দেখবে মনের দ্বারে খারা, যম হরকরা।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
সবারই নিজস্ব স্বাধীনতা আছে, আজকাল বাজে স্বভাবের পুরুষদের জন্য মেয়েরা নিজস্ব স্বাধীনতায় চলাফেরা করতে পারে না। ধর্ষন, ঈভটিজিং নিত্য নৈমিত্তিক ঘটনা। এই প্রেক্ষিতেই আজকের লেখাটা।
০১ মার্চ - ২০১১
গল্প/কবিতা:
১৫৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫